কলেজে কাটানো একটি দিন: স্মৃতির পাতায় নতুন অধ্যায়

Sajedul Islam Simanto
লিখেছেন -

 

The Simanto
প্রতিদিনের মতো আজও সকালে উঠে গেলাম।এখন সময় কলেজে যাওয়ার।প্রতিদিনের মতো পরিপাটি হয়ে কলেজে চলে গেলাম।আজকে মাথাটা ঘুরছে কারণ রাতে ঘুমাইনি আজকে।গিয়ে দেখি ক্লাসে কেউ নাই।আমিই প্রথম।ভাবছি কি করা যায়।বলতে বলতেই নাহিদুল হাজির।আমি তার জন্য জায়গা রেখে দিয়েছিলাম।এসেই বলল চল রোদে যাই একটু।আমিও কিছু না ভেবে চলে গেলাম।আজকে ফোন নিয়ে গিয়েছিলাম কলেজে তাই একটু ভয় ভয় লাগছিল।তারপর নাহিদুল বলল দেখ ঐটা শিহাব না?আমি বললাম হুম শিহাবই।আমি চেয়েছিলাম আজকে শিহাবকে তৃতীয় নাম্বার সিটে বসাব।দ্বিতীয় সিটে নাহিদুল আমি আর বিজয় বসব।তো যেমন কথা তেমন কাজ।শিহাবকে পিছনে দিয়ে আমরা তিনজন একসাথে বসলাম।একটু পর আমাদের ক্লাসের মেধাবী ছাত্র নোয়েল আসল।এসে নাহিদুলকে বলল চল আমরা প্রথম সিটে বসি।ঐ তার মতো দ্বিতীয় সিট ছেড়ে চলে গেলো তার বন্ধুর সাথে।কি করার টপার তো টপারদের সাথেই বসবে।তারপর দ্বিতীয় সিটে আমি,বিজয়,আর শিহাব বসলাম।বিজয়কে বিজয় সিং বলা যেতে পারে কারণ সে অনেক ভালো গান পারে।আমিও তার সাথে তাল মিলাই।হঠাৎ ঘন্টা পড়ল এবং আবু সাঈদ স্যার ক্লাসে আসল যিনি আমাদের শ্রেণী শিক্ষক।স্যার খুবই শান্ত স্বভাবের।প্রতিদিনের মতো আজও নাম ভাকলো,হাউস কাউন্ট করতে করতে ঘন্টা পড়ে গেল।প্রথম পিরিয়ডেই আমাদের ছিল জেসমিন ম্যাম এর ক্লাস।যিনি আমাদের বাংলা শিক্ষক।আমরা সবচেয়ে বেশি ভয় পাই বাংলা ম্যামকে।ম্যাম অনেক রাগি।এসেই গম্ভীর কণ্ঠে বলল "তোমাদের একটা বাড়িকাজ ছিল ঐটা যার যার সামনে রাখো।যারা করোনি Stand Up Please"

আমি ঐদিন রাহাদের জন্য বেঁচে গিয়েছি কারণ ঐদিন রাতে সে আমাকে বাড়িকাজ পাঠিয়েছিল।এভাবেই কেটে গেল প্রথম পিরিয়ড.................(Writing)


~ CPSCM story part 1