জিসান: আড্ডাবাজ, কিন্তু পড়াশোনায় একটু পিছিয়ে

Sajedul Islam Simanto
লিখেছেন -

 

জিসান হলো এমন একজন ছেলে, যাকে সবাই চেনে তার হাস্যজ্জ্বল মুখ আর চঞ্চল স্বভাবের জন্য। সে যখন বন্ধুদের সাথে থাকে, তখন সবকিছু যেন দমে পড়ে। তার এক হাতে আইফোন আর অন্য হাতে চিপসের প্যাকেট, আর সামনে বন্ধুদের চেহারা, যেন সবকিছুই সে জানে। তার জীবনের মূল লক্ষ্য হচ্ছে — "কখন বাইরে বের হবো, কখন আড্ডা দেবো!"

650

বাড়িতে থাকলেই মা-বাবা বলে, "জিসান, পড়াশোনা কর!" কিন্তু সে শুধু মাথা নাড়িয়ে বলে, "হ্যাঁ মা, পড়ব!" তারপর আবার মোবাইল নিয়ে বন্ধুর সাথে গল্প করতে বসে যায়। বন্ধুরা মজা করে তার নাম রেখেছে "ছাপরি"। কেন? কারণ সে সবসময় আইফোনে চোখ glued করে থাকে, আর মনে হয় যেন পুরো পৃথিবী তার আঙুলের মাঝে। কিন্তু পড়াশোনা? সেটা যেন কোথাও হারিয়ে গেছে।


এমনকি যখন তাকে পড়ার জন্য বলা হয়, তখন সে বলে, "আমি তো তোদের মতো সিলেবাসের ভেতর নেই, আমি তো ফ্রিল্যান্স আড্ডাবাজ!" তার বন্ধুরা জানে, পড়াশোনায় খুব একটা ভালো না হলেও, জিসানের আড্ডা কখনো মিস করা যায় না, কারণ তার হাসি আর আড্ডার মজাই আলাদা!


Jisan chapri capri